নিজস্ব সংবাদদাতা ● বহরমপুর
কলকাতায় শুরু হয়েছে আগেই। এ বারে মুর্শিদাবাদেও করোনা রোগীর চিকিৎসায় প্লাজমা থেরাপি শুরু হল। রবিবার রাতে বহরমপুরে মাতৃসদন করোনা হাসপাতালে বহরমপুরের খাগড়ার ৭৮ বছরের এক বৃদ্ধকে প্লাজমা দেওয়া হয়েছে। মেডিক্যাল কলেজ থেকে জানানো হয়েছে, ওই রোগীর শারীরিক অবস্থা এখন ভাল।
প্লাজমা থেরাপি কী? চিকিৎসকেরা জানাচ্ছেন, করোনা জয়ীদের প্লাজমা করোনা রোগীর শরীরে প্রয়োগ করা হয়। এই ধরনের চিকিৎসায় ইতিবাচক ফলও পাওয়া গিয়েছে। তাই করোনা জয়ীদের রক্ত সংগ্রহ করে তা থেকে প্লাজমা আলাদা করা হয়। এর পরে ওই প্লাজমা করোনা রোগীদের শরীরে দেওয়া হয়।
মুর্শিদাবাদ কোভিড ওয়ারিয়র্স ক্লাবের সম্পাদক অমরেন্দ্র নাথ রায় বলেন, “এই জেলার করোনা জয়ীরা রাজ্যের বিভিন্ন করোনা হাসপাতালে করোনা রোগীদের সেবা করছেন। আবার এই জেলার করোনা জয়ীরা প্লাজমাও দান করছেন। তাঁদের প্লাজমা করোনা আক্রান্তদের চিকিৎসায় ব্যবহার করা হচ্ছে।”
এখনও পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়েছেন প্রায় সাড়ে আট হাজার জন। সুস্থ হয়েছেন প্রায় সাড়ে সাত হাজার জন। সুস্থ হয়ে ওঠা লোকজনের প্লাজমাই কাজে লাগানো হচ্ছে আক্রান্তদের চিকিৎসায়।
(ফিচার ছবিটি গুগল থেকে নেওয়া)