নিজস্ব সংবাদদাতা ● পুরুলিয়া
কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে পথে নামলেন কংগ্রেস কর্মীরা। শনিবার পুরুলিয়ার জয়পুরে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর নেতৃত্বে মিছিল হয়েছে। মিছিল শেষে সেখানে প্রতিবাদ সভাও হয়েছে। সেখানে অধীর চৌধুরী ছাড়াও পুরুলিয়া জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাত-সহ অন্য কংগ্রেস নেতৃত্ব উপস্থিত ছিলেন।
সেই সভা থেকে অধীর বিজেপি ও তৃণমূলকে নিশানা করেছেন। অধীর বলেছেন, “তৃণমূল মানে নিজেদের মধ্যে মারামারি, খুনোখুনি আর কাটমানির ঝগড়া।” অধীর বিজেপি ও তৃণমূলকে নিশানা করে বলেন, “দেশ ও রাজ্যে দু’টি অগণতান্ত্রিক দল সরকার চালাচ্ছে। রাজ্য ও দেশে গণতন্ত্র নেই।”
বাম কংগ্রেস জোটের প্রাসঙ্গিকতার কথা তুলে ধরে অধীর চৌধুরী বলেন, “রাজ্যে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে কংগ্রেস ও বাম জোট লড়াই করবে। এই জোট অপশাসনের হাত থেকে রাজ্যবাসীকে মুক্তি দেবে।”