নিজস্ব সংবাদদাতা ● ধুলিয়ান
কেন্দ্রের নয়া কৃষি আইন বাতিল, গঙ্গা ভাঙন প্রতিরোধ ও পুনর্বাসন, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ, বিড়ির মজুরি বৃদ্ধি-সহ একাধিক দাবি নিয়ে সম্প্রীতি ও সংহতির জনসমাবেশ হল মুর্শিদাবাদের ধুলিয়ানে। রবিবার সিপিএমের পক্ষ থেকে ওই সমাবেশে উপস্থিত ছিলেন পলিটব্যুরো সদস্য তথা প্রাক্তন সাংসদ মহম্মদ সেলিম, জেলা সম্পাদক নৃপেন চৌধুরী, প্রাক্তন সাংসদ রামচন্দ্র ডোম-সহ অন্য নেতারা।
এ দিনের সভা থেকে কেন্দ্র ও রাজ্য সরকারকে তীব্র ভাষায় তোপ দাগেন বাম নেতারা। পাশাপাশি অবিলম্বে নতুন কৃষি আইন বাতিলের দাবিতে সরব হন তাঁরা। সেলিম বলেন, ‘‘বাংলায় মমতা ও দিল্লিতে মোদী, দুজনেই রাজ্য ও দেশের মানুষকে বোকা বানাচ্ছেন।’’ বাবরি মসজিদ নিয়ে তিনি বলেন, ‘‘রায় হয়েছে কিন্তু ন্যায় হয়নি।’’
এ দিন সুদীপ্ত সেনের সারদার টাকা দেওয়া প্রসঙ্গে সেলিম বলেন, ‘‘যারা অপরাধী তাদের শাস্তি না দিয়ে মুকুল, সুদীপ্ত, মদনকে সাক্ষী করা হচ্ছে। চিটফান্ডের টাকা বিজেপিকে দিয়েছেন মুকুল রায়। আর তাই সারদা নিয়ে ভোটের সময়ে হইচই করলেও অন্যসময় চুপ থাকেন।’’ এ দিন গঙ্গা ভাঙন থেকে শুরু করে বিড়ি শ্রমিকদের ন্যায্য মজুরির দাবিতেও সরব হন মহম্মদ সেলিম।