নিজস্ব সংবাদদাতা ● বহরমপুর

এ বার প্রথম জেলা বইমেলার স্টলের সংখ্যা বেঁধে দিল রাজ্যের গ্রন্থাগার দফতর। প্রতিটি জেলা বইমেলায় সর্বোচ্চ ৫০টি করে স্টল দেওয়া যাবে। তারমধ্যে আবার ৪৫টি স্টল বিভিন্ন পাবলিশার্স ও বুক সেলার্স সংগঠনকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি রাজ্যের গ্রন্থাগার দফতর থেকে জেলায় জেলায় এ বিষয়ে নির্দেশিকা পাঠানো হয়েছে।

প্রতিটি জেলা বইমেলার জন্য বিভিন্ন দিন ঠিক করে দেওয়া হয়েছে। বইমেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও শোভাযাত্রা না করার পরামর্শ দেওয়া হয়েছে। করোনা সুরক্ষাবিধি মেনে জেলা বইমেলার স্টল তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, ডিসেম্বর থেকে জেলায় জেলায় বইমেলা শুরু হবে। ফেব্রুয়ারি মাস পর্যন্ত বইমেলা চলবে। সূত্রের খবর, আগামী ১১-১৬ জানুয়ারি পর্যন্ত মুর্শিদাবাদ জেলা বইমেলা অনুষ্ঠিত হবে।

(ফিচার ছবি গুগল থেকে নেওয়া)