মামুন আব্দুল কায়েম ● রানিনগর
বিএসএফের সহায়তায় চুরি যাওয়া মোষ ফিরে পেলেন কৃষক। বৃহস্পতিবার রানিনগরের হারুডাঙা বিএসএফ ক্যাম্প থেকে বংশী মণ্ডলের হাতে ওই মোষ তুলে দেওয়া হয়। চুরি যাওয়া মোষ ফিরে পেতে খুশির হাওয়া বংশী মণ্ডলের পরিবারে। এ জন্য তাঁরা বিএসএফের প্রশংসা করেছেন।
বিএসএফ সূত্রের খবর, গত ২২ জানুয়ারি রানিনগরের বাংলাদেশ সীমান্তে হারুডাঙা বিওপি এলাকায় ১১৭ নম্বর ব্যাটেলিয়নে বিএসএফ জওয়ানদের হাতে একটি মোষ ধরা পড়ে। বিএসএফ সূত্রে জানা যায়, রাতের অন্ধকারে মোষটি নিয়ে এক পাচারকারী পাচারের চেষ্টা করলে জওয়ানেরা তাকে ধাওয়া করে। ওই সময় পাচারকারী মোষ ফেলে পালিয়ে যায়। মোষের মালিক এসে বিএসএফ জওয়ানদের সঙ্গে কথা বলেন। তিনি তাঁদের জানান, তাঁর পোষা মোষ ২২ জানুয়ারি চুরি যায়। রানিনগর থানায় তিনি লিখিত অভিযোগও জানিয়েছেন।
বৃহস্পতিবার রানিনগরের কালীনগর ১ গ্রাম পঞ্চায়েত প্রধান পিঙ্কি মণ্ডলের স্বামীকে সঙ্গে নিয়ে বিএসএফের সঙ্গে নির্দিষ্ট প্রমাণপত্র নিয়ে ফের দেখা করেন বংশী। তারপরেই মোষটিকে মালিকের হাতে তুলে দেয় বিএসএফ।