নিজস্ব সংবাদদাতা ● রানাঘাট

প্রায় এক হাজার বোতল নিষিদ্ধ কাশির সিরাপ-সহ তিন জনকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার গভীর রাতে নদিয়ার ধানতলার দত্তপুলিয়ার ঘটনা। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম কৌশিক সেন, সুব্রত বাগ ও রাজীব সাহা। কৌশিক ও সুব্রতর বাড়ি কৃষ্ণগঞ্জের মাটিয়ারিতে ও রাজীবের বাড়ি বনগাঁর সুভাষপল্লিতে। বুধবার তাদের আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার গভীর রাতে ওই তিন জন একটি গাড়িতে কাশির সিরাপ বনগাঁ থেকে কৃষ্ণগঞ্জে নিয়ে যাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে ধানতলা থানার পুলিশ অফিসার অলিপ রায় দত্তপুলিয়ায় ওই গাড়িটিকে আটক করে। গ্রেফতার করা হয় তিন জনকেই।