নিজস্ব সংবাদদাতা ● করিমপুর
সীমান্তের মানুষের পাশে দাঁড়াল বিএসএফ। বুধবার মুরুটিয়া থানার গান্ধিনা বিএসএফ ক্যাম্পে ‘সিভিক অ্যাকশন প্রোগ্রাম’-এর আয়োজন করে বিএসএফের ৩৯ ব্যাটেলিয়ন। এ দিন সেই অনুষ্ঠানে বিএসএফের পক্ষ থেকে সীমান্ত এলাকার আট জন দুঃস্থ মহিলাকে সেলাই মেশিন, ছ’জন প্রতিবন্ধীকে ট্রাইসাইকেল ও একটি ক্লাবকে ক্যারাম বোর্ড দেওয়া হয়। ৩৯ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট অফিসার সুব্রতকুমার সাহা জানান, সীমান্ত পাহারার পাশাপাশি বিএসএফ জওয়ানেরা বিভিন্ন ভাবে সীমান্তবাসীদের পাশে থাকেন। প্রতি বছরে কখনও যুবকদের খেলার সরঞ্জাম, কখনও চাষিদের চাষের সরঞ্জাম কিংবা মহিলাদের সেলাই মেশিন দেওয়া হয়েছে। এ ছাড়াও সীমান্তের মানুষের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।