শান্তনু পান ● ঝাড়গ্রাম
রিমোটের মাধ্যমেই একাধিক রেল প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হুগলির সাহাগঞ্জের সভা থেকে ভার্চুয়াল মাধ্যমে সোমবার ঝাড়গ্রাম থেকে কলাইকুণ্ডা পর্যন্ত দীর্ঘ ৩০ কিলোমিটার তৃতীয় লাইনের উদ্বোধন করলেন তিনি। প্রকল্প উদ্বোধনের সময় ঝাড়গ্রাম স্টেশনে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ কুনার হেমব্রম।
করোনা অতিমারির জেরে এই তৃতীয় লাইনের কাজ থমকে থাকার পরে ফের চালু হয়। কিছুদিন আগে দক্ষিণ-পূর্ব রেলের সেফটি কমিশনার কলাইকুণ্ডা থেকে ঝাড়গ্রাম পর্যন্ত তৃতীয় লাইনে পরীক্ষামূলক ভাবে ট্রেন চলাচল পর্যবেক্ষণ করেন। কলাইকুণ্ডা থেকে ঝাড়গ্রাম পর্যন্ত এই দীর্ঘ ৩০ কিলোমিটার রুটে যতগুলি স্টেশন আছে, সেখানে নতুন ভবন তৈরি করা হয়েছে। কোথাও তৈরি করা হয়েছে নতুন প্ল্যাটফর্ম। উল্লেখযোগ্য ভাবে বাঁশতলা স্টেশনটিকেও রেলের তরফে সাজিয়ে তোলা হচ্ছে।
ঝাড়গ্রামের সাংসদ কুনার হেমব্রম বলেন, ‘‘জনগণের কথা মাথায় রেখেই এই সমস্ত প্রকল্প রেলের তরফ থেকে নেওয়া হয়েছে। এর ফলে মানুষের উপকার হবে এবং রেল যোগাযোগ ব্যবস্থা আরও মসৃণ হবে।’’