মামুন আব্দুল কায়েম ● ডোমকল
দিন কয়েক আগে নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে রাজ্যজুড়ে নির্বাচনী আচরণবিধি লাগু হয়েছে। এরই মধ্য দুর্ঘটনায় মৃতদের পাশে দাঁড়াতে দু’লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করে বিতর্কে জড়ালেন ডোমকলের পুরপ্রধান তথা ডোমকল বিধানসভার তৃণমূলের প্রার্থী জাফিকুল ইসলাম।
সোমবার সকালে ডোমকলের ভাতশালা পশুহাটের কাছে বাসের সঙ্গে টোটোর সংঘর্ষে ৪ জনের মৃত্যু হয়েছে। বাড়ির কাছে দুর্ঘটনার খবর পেয়ে সেখানে তিনি ছুটে গিয়ে জানতে পারেন, ঘটনাস্থলে এক মহিলা ও তাঁর নাবালিকা মেয়ের মৃত্যু হয়েছে। এর পরেই মৃতের পরিবারের পাশে দাঁড়াতে দু’লক্ষ টাকা দিয়ে সাহায্যের কথা ঘোষণা করেন। এর পরেই রাজনৈতিক মহলে হইচই শুরু হয়েছে। বিরোধীদের অভিযোগ, এখন নির্বাচনী আচরণবিধি লাগু হয়েছে। এই পরিস্থিতিতে তৃণমূলের প্রার্থী কী করে অর্থ সাহায্য ঘোষণা করেন সেই প্রশ্নও বিরোধীরা তুলেছেন।
যদিও জাফিকুলের দাবি, ‘‘দুর্ঘটনাস্থলে গিয়ে দেখি মা ও মেয়ের মৃত্যু হয়েছে। মানবিকতার কারণে আমি তাঁদের পাশে দাঁড়িয়েছি। নির্বাচনী বিধিভঙ্গের প্রশ্নই নেই। কারণ, ওই টাকা আমি দিচ্ছি না। একটি স্বেচ্ছাসেবী সংস্থা দু’টি পরিবারকে মোট দু’লক্ষ টাকা দেবে। বিরোধীদের মানবিকতা নেই। তাই এমন মন্তব্য করছেন।’’
জেলা বিজেপির নেতা শাখারভ সরকার বলেন, ‘‘আমরাও মৃত ও আহতদের পরিবারের পাশে আছি। কিন্তু নির্বাচন চলাকালীন এ ভাবে তৃণমূলের ডোমকলের প্রার্থী আর্থিক ঘোষণা করে নির্বাচনী বিধিভঙ্গ করেছেন। বিষয়টি আমরা নির্বাচন কমিশনে জানাব।’’
(ফিচার ছবি গুগল থেকে নেওয়া)