নিজস্ব প্রতিবেদন

করোনায় আক্রান্ত হয়ে ইতিমধ্যে বেশ কয়েকজন ভোট-প্রার্থী মারা গিয়েছেন। মুর্শিদাবাদের শমসেরগঞ্জ, জঙ্গিপুর ও খড়দহের পরে এ বার করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন মালদহের বৈষ্ণবনগর কেন্দ্রের নির্দল প্রার্থী। দিন কয়েক আগে কোভিড আক্রান্ত হন বৈষ্ণবনগরের নির্দল প্রার্থী সমীর ঘোষ (৪২)। তাঁকে বৈষ্ণবনগরের নারায়নপুর কোভিড হাসপাতালে ভর্তি করানো হয়। সোমবার ভোরে সেখানেই তাঁর মৃত্যু হয়।
এর আগে গত ১৫ এপ্রিল শমসেরগঞ্জের কংগ্রেস প্রার্থী ও ১৬ এপ্রিল জঙ্গিপুর কেন্দ্রের আরএসপি প্রার্থী করোনায় আক্রান্ত হয়ে মারা যান। ওই দুই কেন্দ্রেই ২৬ এপ্রিল ভোট হওয়ার কথা থাকলেও ভোট স্থগিত রাখে নির্বাচন কমিশন। আগামী ১৬ মে ওই দুই কেন্দ্রে ভোট হবে। সম্প্রতি করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন খড়দহের তৃণমূল প্রার্থী কাজল সিনহা।
এ বারের ভোটে বিভিন্ন দলের বহু প্রার্থী করোনা আক্রান্ত হয়েছেন। সেই তালিকায় রয়েছেন করিমপুরের বিজেপি প্রার্থী সমরেন্দ্রনাথ ঘোষ, কৃষ্ণনগর দক্ষিণ কেন্দ্রের তৃণমূল প্রার্থী উজ্জ্বল বিশ্বাস, যাদবপুরের সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী, কসবার সিপিএম প্রার্থী শতরূপ ঘোষ, টালিগঞ্জের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয় কিংবা বরানগরের বিজেপি প্রার্থী পার্ণো মিত্র।

(ফিচার ছবি গুগল থেকে নেওয়া)