২৬ এপ্রিল, সোমবার সন্ধ্যায় রবীন্দ্রসদন প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হল ‘ছন্দশ্রী’ আয়োজিত ‘কৌশিক ক্রিয়েশনস’-এর নৃত্যানুষ্ঠান। উদ্যোক্তারা জানিয়েছেন, অনুষ্ঠানটিকে মোট তিনটে পর্বে ভাগ করা হয়েছিল। প্রথমে অনুষ্ঠিত হয়েছে ভারতনাট্যম ও কথাকলি নৃত্য-আঙ্গিকে তৈরি ‘তপস্যা’। ওই দুই নৃত্য-আঙ্গিক পরিবেশন করেন কৌশিক চক্রবর্তী (কথাকলি) ও রাহুল সিনহা (ভারতনাট্যম)। ‘তপস্যা’য় শিবপুরাণ ও বিষ্ণুপুরাণের কিছু ঘটনা তুলে ধরা হয়। পরে কৌশিক ও রাহুল একক ভাবেও নৃত্য উপস্থাপনা করেন।
দ্বিতীয় পর্বে ছিল ‘তরঙ্গম’। সেই অনুষ্ঠানে ভারতনাট্যম, কথক ছাড়াও ‘ছন্দশ্রী’-র ছাত্রছাত্রীরা বেশ কয়েকটি বাংলা গানে অংশ নেন। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল ‘রঙ্গবতী’। এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিশিষ্ট অভিনেত্রী ও নৃত্যশিল্পী দেবলীনা কুমার। রঙ্গবতী গানটির সঙ্গে সমবেত নৃত্যে যোগ দিয়েছিলেন ‘ছন্দ্রশ্রী’-র ছাত্রছাত্রীরা।
শেষ উপস্থাপনা ছিল শরৎকালে টুসু গানের সঙ্গে সমবেত নৃত্য পরিবেশনা। এই অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হয় দেবলীনা কুমার, রবীন্দ্রসঙ্গীত শিল্পী ড. রাজশ্রী ভট্টাচার্য, অনিরুদ্ধ সিনহা ও বিশিষ্ট অভিনেতা জয়দীপ মুখোপাধ্যায়কে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মধুমিতা বসু। সমগ্র অনুষ্ঠানের নৃত্যভাবনা ও পরিচালনায় ছিলেন কৌশিক চক্রবর্তী।