নিজস্ব সংবাদদাতা ● বহরমপুর

করোনায় মৃত্যুর বিরাম নেই। প্রতিদিনই জেলায় মৃত্যুর সংখ্যা বাড়ছে। সূত্রের খবর, গত এক সপ্তাহে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ৩০ জনের মৃত্যু হয়েছে। ঘটনায় উদ্বিগ্ন স্বাস্থ্য দফতর ও প্রশাসনের কর্তারা।
তবে এত কিছুর পরেও জেলার বাসিন্দাদের একাংশ কোনও কারণ ছাড়াই বাইরে বেরোচ্ছেন বলেও অভিযোগ উঠছে। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের এক আধিকারিক জানান, করোনার দ্বিতীয় ঢেউ ভয়ঙ্কর আকার নিয়েছে। প্রতিদিন শয়ে শয়ে লোক যেমন আক্রান্ত হচ্ছেন, তেমনই করোনায় মারা যাচ্ছেন বহু মানুষ। আর সেই কারণেই বাসিন্দাদের করোনাবিধি মেনে চলতে হবে।
স্বাস্থ্য দফতরের কর্তারা জানান, করোনা সুরক্ষাবিধি মেনে চলার পরেও চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত হচ্ছেন। শুধুমাত্র মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের শতাধিক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন। সম্প্রতি মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। এক নার্সের স্বামীও মারা গিয়েছেন করোনায়।
জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার জেলায় ৪০১ জন করোনা আক্রান্ত হয়েছে। করোনা থেকে সুস্থ হয়েছে ৪৪২ জন। এ দিন করোনায় মৃত্যু হয়েছে দু’জনের। প্রথম থেকে এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়েছে ২৯ হাজার ৬৬২ জন, করোনা থেকে সুস্থ হয়েছেন ২৬ হাজার ৪৩৯ জন। বৃহস্পতিবার জেলায় করোনা অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৩ হাজার ২ জন।
জেলা স্বাস্থ্য দফতরের কর্তারা জানাচ্ছেন, করোনা সংক্রমণ রোধে ভিড় এড়িয়ে চলতে হবে। ঘন ঘন হাত স্যানিটাইজ করতে হবে। ঘর থেকে বেরলে মাস্ক পরতে হবে। করোনাবিধি মেনে না চললে বিপদ আরও বাড়বে।

(ফিচার ছবি গুগল থেকে নেওয়া)