নিজস্ব প্রতিবেদন

২৬ মে ঘূর্ণিঝড়ের প্রভাবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া প্রভৃতি এলাকার ফুলচাষে ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত ফুলচাষিদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়ে বৃহস্পতিবার ‘সারা বাংলা ফুলচাষি ও ফুলব্যবসায়ী সমিতি’-র পক্ষ থেকে মুখ্যমন্ত্রী, কৃষিমন্ত্রী এবং উদ্যানপালন দফতরের মন্ত্রীকে স্মারকলিপি পাঠানো হয়েছে।
ওই সমিতির সাধারণ সম্পাদক নারায়ণচন্দ্র নায়ক বলেন, ‘‘গত বছর লকডাউন ও আমফানে ফুলচাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। চলতি বছরেও কার্যত লকডাউন পরিস্থিতিতে ফুল বিক্রিই করতে পারছিলেন না চাষিরা। তার উপরে এই প্রাকৃতিক বিপর্যয়ে চাষিরা দিশেহারা। এই অবস্থায় ফুলচাষিরা সরকারি সাহায্য না পেলে পরবর্তী চাষে হাতই দিতে পারবেন না।’’