শঙ্কর মণ্ডল ● হোগলবেড়িয়া
তক্কে তক্কে ছিল পাচারকারীরা। সতর্ক ছিল বিএসএফও।
তবে সোমবার গভীর রাতে পাচার রুখে দিয়েছে বিএসএফ। পাচারের আগেই সাড়ে ৯ কেজি গাঁজা এবং ৬২৫ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধার করেন বিএসএফের ১৪১ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানেরা। তবে পাচারকারীদের কাউকে ধরতে পারেননি তাঁরা।

এ দিন রাতে কাছারিপাড়া সীমান্ত দিয়ে যে পাচার হতে পারে সেই খবরটা আগেই জানিয়েছিল বিএসএফের গোয়েন্দা দফতর। সেই মতো জওয়ানদের নিয়ে কাছারিপাড়া সীমান্তে তৈরি ছিলেন বাউসমারি বিএসএফের কোম্পানি কম্যান্ডার মান সিং।
বিএসএফ সূত্রের খবর, রাত ১টা নাগাদ অপেক্ষার শেষ হয়। সীমান্তের দিকে এগিয়ে আসে পাচারকারীরা। কিন্তু সীমান্তে এসেই বিএসএফের উপস্থিতি বুঝতে পেরে গাঁজার প্যাকেট ও কাশির সিরাপ ফেলে তারা পালিয়ে যায়।
বিএসএফের এক আধিকারিক জানিয়েছেন, বাজেয়াপ্ত করা কাশির সিরাপ ও গাঁজার আনুমানিক মূল্য লক্ষাধিক টাকা।