কল্লোল প্রামাণিক জঙ্গিপুর

উপ-নির্বাচনে ভবানীপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপুল ভোটে জয়ের পাশাপাশি মুর্শিদাবাদের শমসেরগঞ্জে আমিরুল ইসলাম ও জঙ্গিপুরে প্রাক্তন বিধায়ক ও মন্ত্রী জাকির হোসেনও জয়ী হন।
রাজ্যে আট দফা বিধানসভা নির্বাচনে গত এপ্রিলে এই দু’টি কেন্দ্রে ভোটের দিন ঘোষণা হয়েছিল। কিন্তু জঙ্গিপুর কেন্দ্রের আরএসপি প্রার্থী প্রদীপ নন্দী ও শমসেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হক মারা যাওয়ায় তখন ভোট স্থগিত হয়ে যায়। প্রায় পাঁচ মাস পরে ৩০ সেপ্টেম্বর বৃহস্পতিবার এই দুই কেন্দ্রে  উপনির্বাচন হয়। রবিবার জঙ্গিপুর সরকারি পলিটেকনিক কলেজে ভোট গণনার দিন ছিল।
এ দিন সকাল ৮টা থেকে গণনা শুরু হয়। পোস্টাল ব্যালট গণনার পরে জঙ্গিপুর কেন্দ্রে ২৬ রাউন্ড ও শমসেরগঞ্জ কেন্দ্রে ২৪ রাউন্ড গণনা হয়। প্রথম থেকেই দু’টি কেন্দ্রেই তৃণমূল প্রার্থীরা এগিয়ে ছিলেন। শেষ পর্যন্ত জঙ্গিপুরে জাকির হোসেন ১৩৫৯৮৫ ভোট ও শমসেরগঞ্জে আমিরুল ইসলাম ৯৬১২০ ভোট পান।
জঙ্গিপুরে বিজেপির সুজিত দাস ৪৩৬২০ ও শমসেরগঞ্জে কংগ্রেস প্রার্থী জৈদুর রহমান ৭০০০৯ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। দু’টি কেন্দ্রে এ বারে নোটায় ভোট পড়েছে যথাক্রমে ৪৫৪৩ ও ৩০৬২। সকাল থেকে জয়ের মার্জিন বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ ঢেকেছে সবুজ আবিরে।