তিনি মুখের উপরে স্পষ্ট কথা বলে দেন। তিনি রেগে যান। খুব কাছের লোকজনও আড়ালে-আবডালে তাঁকে বলেন— ‘টেরর!’ তিনি ম্যারাথনে ছুটেছেন। এখনও ছুটছেন। তবে রাজনীতির ময়দানে। সংসদে তাঁর ভাষণ ‘ভাইরাল’ হয়। বিতর্কও তাঁকে নিয়ে কম হয়নি। তাঁর কোনও বিষয়ে যখন তাঁরই ঘনিষ্ঠেরা বেশ চিন্তিত, তখন তিনি অনায়াসে বলতে পারেন, ‘‘একটা ভালো সিনেমা চালাও তো, দেখি।’’ করিমপুরের প্রাক্তন বিধায়ক ও অধুনা কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রের সঙ্গে কথা বললেন গৌরব বিশ্বাস