শুভদীপ ভট্টাচার্য
এ বঙ্গে রঙ্গের অভাব নেই!
পুজো থেকে পার্লামেন্ট, রসগোল্লা থেকে রাজনীতি, গোলপোস্ট থেকে গ্যালাক্সি— ননস্টপ রঙ্গে বাঙালির জুড়ি মেলা ভার। কী নিয়ে রঙ্গ? এককথায় উত্তর— যখন যেমন।
সরস্বতী পুজোতেও তার অন্যথা হয়নি। এতদিন বিদ্যাদেবীকে নিয়ে রঙ্গ-ব্যঙ্গ তো আলোকবর্ষ দূরের কথা, লেখাপড়ায় গোল্লা খাওয়ার ভয়ে খুদেরা পুজোর আগে কুলও খেত না। এখন অবশ্য দিনকাল বদলেছে। স্মার্ট-যুগে কর্পূরের মতো বেমালুম উবে গিয়েছে সেই ভয়ও। তাই সোশ্যাল মিডিয়ায় দেবী সরস্বতীও এখন নানাবিধ ‘ডায়ালগ’ দিচ্ছেন!
ক’দিন ধরেই যেমন মোবাইলে মোবাইলে একটি ছবি ঘুরছে। সেখানে দেখা যাচ্ছে, দুই খুদে বিদ্যাদেবীর পায়ের কাছে বই জমা দিতে যাচ্ছে। কিন্তু তার আগেই বিদ্যাদেবী ধমক দিচ্ছেন, ‘‘সারা বছর অনলাইন ক্লাস করে বই জমা দিচ্ছিস? ফোনটা জমা দিয়ে যা বাঁদর!” সে কথা শুনে আর খুদেদের মুখের ভাব-ভঙ্গি দেখে পাশ থেকে দেবীর হাঁসও যেন হেসে উঠছে— প্যাঁক…প্যাঁক…
মিমের আমি মিমের তুমি, মিম দিয়ে যায় চেনা। ফলে সোশ্যাল মিডিয়ায় মিমের রমরমা ক্রমে বেড়েই চলেছে। নতুন প্রজন্মের কাছে ঘৃণা, রাগ, ব্যঙ্গ, রঙ্গ, অভিমান, ভালবাসা জানানোর মাধ্যম হিসেবে বেশ পরিচিতি লাভ করেছে মিম। তা হলে সরস্বতী পুজোই বা বাদ যায় কেন? তাই সেই মিমও ‘কপি’, ‘পেস্ট’, ‘ফরোয়ার্ড’ হচ্ছে। মিমের নীচে ফল্গুধারার মতো বয়ে চলেছে ‘লাভ’, ‘ওয়াও’, ‘হা হা’ আর অসংখ্য ‘কমেন্ট’।
করোনার কারণে এতদিন বিদ্যালয় ছিল দূরের কোনও গ্রহ। ক্লাসরুম, বেঞ্চ, টেবিল শিকেয় তুলে লেখাপড়া হয়ে উঠেছিল ডিজিটাল। ভাইরাসের ভয়ে লোক ঘুমোল, পড়া ফুরোল, ছাত্র অথৈ জলে। তা বলে টলে গেলে তো আর চলবে না। মুশকিল আসান করতে শুরু হল ই-লার্নিং। ফলে ছেলেমেয়ের হাতে মোবাইল দেখলেই যে বাবা-মায়েরা বকাবকি করতেন, তাঁরাই এখন সন্তানদের হাতে স্মার্টফোন দিয়ে বলেন, ‘‘যাও, ম্যাম এখন অনলাইন হয়েছেন। ক্লাস করতে বোসো।’’
দিনভর বদ্ধ ঘরের কোণে বসে এই প্রজন্মও চিনে নিল নতুন জগৎ। ফলে মোবাইলে সড়গড় খুদেরাও এখন হাহা-হিহি করতে করতে বন্ধুদের সঙ্গে শেয়ার করছে বিবিধ মিম। আর একটি ছবিও ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। প্রসঙ্গ— ডিজিটাল পেমেন্ট। সেখানে দেখা যাচ্ছে, কম্পিউটর স্ক্রিনের সামনে বসে আছেন এক পুরোহিত। পাশে রাখা আছে স্মার্টফোন। অঞ্জলি চলছে অনলাইনে। পুজো শেষে পুরোহিত বলছেন, ‘‘অঞ্জলি শেষ। এ বার দক্ষিণা সব জি-পে, পেটিএম, ফোন পে-তে পাঠিয়ে দিন।’’
বাঙালি যতই বং হয়ে উঠছে, রঙ্গ-রসিকতাও ‘স্মার্ট’ হয়ে উঠছে নতুন নতুন মোড়কে।
(ছবি সোশ্যাল মিডিয়া থেকে নেওয়া)