মুর্শিদাবাদের সঙ্গে বিহারের ‘আর্মস রুট’ যে এখনও পোক্ত তা ফের একবার প্রমাণিত হল। বৃহস্পতিবার রাতে বহরমপুরের কদবেলতলা এলাকা থেকে আগ্নেয়াস্ত্র-সহ দুই যুবককে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, ধৃত মান্নান শেখ ও মুরসেলিম মণ্ডল দু’জনেই জলঙ্গির রায়পুরের বাসিন্দা। তারা এই আগ্নেয়াস্ত্র বিহারের ভাগলপুর থেকে এনেছিল।
শুক্রবার মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপার কে শবরী রাজকুমার বহরমপুরে সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, ধৃতদের কাছ থেকে ৭ টি সেভেন এমএম পিস্তল, ১৪টি ম্যাগাজিন এবং ৩২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
এ দিন ধৃতদের আদালতে তোলা হয়। এর আগেও মুর্শিদাবাদে একাধিক আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় উঠে এসেছে বিহারের নাম।