নিজস্ব প্রতিবেদন
এলআইসিতে আইপিও অর্থাৎ শেয়ার বিক্রি করার সরকারি উদ্যোগের বিরুদ্ধে সারা ভারত বিমা কর্মচারী সমিতির বহরমপুর শাখার সদস্যরা বুধবার অফিসের সামনে মানববন্ধনে মিলিত হন।
স্লোগানে, বক্তৃতায়, ইস্তাহার বিতরণের মাধ্যমে শক্তিশালী এই বিমা শিল্পের বিলগ্নীকরণের পদক্ষেপকে অপ্রয়োজনীয় এবং বিমাকারীর তথা দেশের অর্থনীতির স্বার্থের পরিপন্থী বলে আওয়াজ তুলে আন্দোলনের শপথ গ্রহণ করেন তাঁরা। নদিয়া, মুর্শিদাবাদ, ২৪ পরগণা-সহ গোটা ডিভিশনের সব কটি শাখায় এই কর্মসূচি পালিত হচ্ছে বলে জানান উদ্যোক্তারা।