নিজস্ব সংবাদদাতা তেহট্ট

জাল নথি দিয়ে জমির মিউটেশন করাতে চাওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। মহাদ্দেশ মণ্ডল নামে ওই ব্যক্তির বিরুদ্ধে তেহট্ট থানায় অভিযোগ জানিয়েছেন তেহট্ট ১ ব্লক ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিক ইন্দ্রজিৎ বসু। তেহট্টের কানাইনগরের বাসিন্দা মহাদ্দেশকে বৃহস্পতিবার গ্রেফতার করে পুলিশ। শুক্রবার তাঁকে তেহট্ট আদালতে তোলা হলে বিচারক চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
ভূমি দফতর সূত্রে জানা গিয়েছে, তেহট্টের কানাইনগরের বাসিন্দা মহাদ্দেশ মণ্ডল ভূমি দফতর অফিসে একটি জমির মিউটেশন করাতে কাগজ জমা দিয়ে কেস করেন। বৃহস্পতিবার তাঁর সেই কেসের কাগজপত্র নিয়ে ভূমি দফতরে হাজিরা দেন। ওই ব্যক্তি ১৯৯৬ সালে করিমপুর সাব রেজিস্ট্রি অফিস থেকে জমি রেজিস্ট্রি করার একটি কাগজ দেখান রেভিনিউ অফিসারকে।
সেই কাগজ দেখে রেভিনিউ অফিসারের সন্দেহ হয়, জমির দলিল এবং সাব রেজিস্ট্রারের সই জাল। তিনি সঙ্গে সঙ্গে বিষয়টি ব্লক ভূমি দফতরের আধিকারিককে জানান। পুলিশের কাছেও ওই ব্যক্তির নামে অভিযোগ জানানো হয়। তারপরেই পুলিশ মহাদ্দেশকে গ্রেফতার করে। তেহট্ট ১ ব্লক ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিক ইন্দ্রজিৎ বসু বলেন, ‘‘আমাদের সন্দেহ হওয়ায় বিষয়টি প্রশাসনের যেখানে যেখানে জানানোর দরকার জানিয়েছি। এ বার সেই মতো তদন্ত চলবে।’’