ঠিক এ ভাবেই করিমপুরের দু’টি এলাকা থেকে চুরি যায় দু’টি মোটরবাইক। সিসিটিভির সূত্র ধরে সম্প্রতি দু’টি বাইকই উদ্ধার করেছে করিমপুর থানার পুলিশ। গ্রেফতার করা হয়েছে টিপন সর্দার ও ইলিয়াস কাঞ্চন নামে দুই যুবককে। ধৃতরা ডোমকল ও জলঙ্গি থানা এলাকার বাসিন্দা।
পুলিস জানিয়েছে, গত ৭ অগস্ট দুপুরে করিমপুর ইলেকট্রিক সাপ্লাই অফিসের কাছ থেকে একটি বাইক চুরি যায়। পরের দিন অর্থাৎ ৮ অগস্ট বাইকের মালিক শুভেন্দু বিশ্বাস থানায় অভিযোগ জানান। তারপরেই সিসিটিভির সূত্র ধরে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। পুলিশ জানতে পারে, বাইকটিকে করিমপুর ফেরিঘাট দিয়ে মুর্শিদাবাদে নিয়ে যাওয়া হয়েছে।
গোপন সূত্রে খবর পেয়ে ২১ অগস্ট রাতে ডোমকলের মেহেদিপাড়ায় টিপন সর্দারের বাড়িতে হানা দেয় করিমপুর থানার পুলিশ। ওই বাড়িতে বাইক না পেলেও পুলিশ বাইকের নম্বরপ্লেট উদ্ধার করে। গ্রেফতার করা হয় টিপনকে। টিপনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জলঙ্গির ইলিয়াসের নাম জানতে পারে। জলঙ্গি থানার পুলিশের সাহায্য নিয়ে ইলিয়াসকেও গ্রেফতার করে পুলিশ। তার বাড়ি থেকেই উদ্ধার করা হয় মোটরবাইকটি।
করিমপুরের বিশিষ্ট দন্ত-চিকিৎসক লয়েড দত্ত বলেন, ‘‘শুভেন্দু বাইকটি রেখেছিল আমার চেম্বারের ঠিক পিছনে। ওখানে আমরা অনেকেই বাইক রাখি। ৭ অগস্ট সেখান থেকেই বাইকটি চুরি যায়। এর আগে কখনও এমন ঘটনা ঘটেনি। তবে পুলিশ যে তৎপরতার সঙ্গে বাইকটি উদ্ধার করেছে তাতে এলাকার মানুষ খুশি। ওই চুরির ঘটনার পরে ওই এলাকায় আমরা গেট লাগিয়ে দিয়েছি।’’
গত ১৮ জুলাই করিমপুর রেগুলেটেড মার্কেট থেকেও একটি বাইক চুরি হয়। দিন দশেক পরে মুর্শিদাবাদের সাগরপাড়া এলাকা থেকে ওই বাইক উদ্ধার করে করিমপুর থানার পুলিশ। তবে ওই ঘটনায় জড়িত কাউকে গ্রেফতার করা যায়নি। পুলিশ জানিয়েছে, চুরি রুখতে তারা কড়া নজর রাখছে। তবে সাধারণ মানুষকেও আরও সজাগ ও সচেতন থাকতে হবে।